ক্রীড়া ডেস্ক
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজকের দিনটা ভোলার নয়: আমি ভ্যাকসিন নিলাম। মহামারী এখনও শেষ হয়নি। আরও অনেক মানুষ ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত আমাদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে।‘
তিনি আরও লেখেন, ‘প্লিজ হাত ধোয়া জারি রাখুন এবং সম্ভব হলে ঘরেই থাকুন। যদি বাইরে যেতেই হয়, মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না। আমরা যদি একে অন্যের ব্যাপারে চিন্তা করি এবং সহায়তা করি তাহলেই এটা সম্ভব।’
পেলের বয়স এখন ৮০ বছর। ফলে অগ্রাধিকারের ভিত্তিতে তাকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এরইমধ্যে ব্রাজিলে করোনা ভ্যাকসিনের ৮.৪৭ মিলিয়ন ডোজ বিতরণ করা হয়েছে।
করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ব্রাজিল। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশটির প্রায় ১ কোটি ৬৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজারের বেশি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড