ক্রীড়া ডেস্ক
বার্সাগেট কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ।
বার্তোমেউ ছাড়া ক্লাবের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মাঝে অন্যতম হলেন বার্সেলোনা সিইও অস্কার গারু ও আইন বিষয়ক প্রধান রোমান গোমেজ পন্টি।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে বার্সেলোনার ন্যু ক্যাম্পে কাতালান পুলিশের একটি দল তল্লাশি চালায়। এসময় তারা গুরুত্বপূর্ণ কিছু নথি জব্দ করে।
জানা গেছে, এক বছর আগের বার্সাগেট কেলেঙ্কারির দায়ে এই তল্লাশি চালানো হয়। এটি মূলত ক্লাব অফিসিয়ালদের একটি উদ্দেশ্যপ্রণোদিত কাজ, যার মাধ্যমে দলের প্রাণভোমরা মেসিসহ বর্তমান ও সাবেক অনেক কিংবদন্তি ফুটবলারের নামে মিথ্যাচার ছড়ানো হয়েছিল।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড