ক্রীড়া ডেস্ক
টি-টুয়েন্টি আসলেই এখন আর ব্যাটসম্যানের খেলা নয়। বর্তমানে বোলাররাও দাপট দেখাচ্ছে ক্রিকেটের এ সংক্ষিপ্ত আইপিএল নিলামে বোলারদেরই দাম উঠলো সবচেয়ে বেশি। পাকিস্তান সুপার লিগও (পিএসএল) শুরু হলো বোলারদের দাপট দিয়েই।
পিএসএলের উদ্বোধনী দিন মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং করাচি কিংস। বোলারদের দাপটের ম্যাচে কোয়েটাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে করাচি। হাতে বাকি ছিল ৩৭ বল।
টস জিতে কোয়েটার অধিনায়ক সরফরাজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান করাচির অধিনায়ক ইমাদ ওয়াসিম। ব্যাট করতে নেমে রীতিমত ব্যাটিং বিপর্জয়ে পড়ে কোয়েটা। ক্রিস গেইলের মত ব্যাটসম্যান থাকার পরও কোয়েটার স্কোর দাঁড়ায় ১৮.২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১২১।
ক্রিস গেইলই সর্বোচ্চ ৩৯ রান করেন (২৪ বলে)। এছাড়া ১৭ রান করেন আজম খান, ১৬ রান করেন কায়েস আহমেদ, ১১ রান করেন বেন কাটিং। করাচির হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ডান হাতি মিডিয়াম ফাস্ট আরশাদ ইকবাল। ওয়াকাস মাকসুদ নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, আমের ইয়ামিন এবং ড্যানিয়েল ক্রিশ্চিয়ান।
জবাব দিতে নেমে শুরুতেই শারজিল খানের উইকেট হারালেও খুব একটা বিপদে পড়েনি করাচি। বাবর আজম করেন ২৪ রান। জো ক্লার্ক ২৩ বলে সর্বোচ্চ ৪৬ রান করে আউট হন। ১৭ রানে অপরাজিত থাকেন কলিন ইনগ্রাম এবং মোহাম্মদ নবি ১৪ বলে অপরাজিত থাকেন ৩০ রানে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড