ক্রীড়া ডেস্ক
লা লিগায় এবার দুর্দান্ত সময় পার করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দীর্ঘসময় ধরেই বড় ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। কিন্তু লিগের মাঝপথে যেন নিজেদের হারিয়ে খুঁজছে তারা। শেষ চার ম্যাচে দলটি পেয়েছে মাত্র পাঁচ পয়েন্ট। পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে থাকলেও যেন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল-বার্সা।
শনিবার রাতে নিজেদের সর্বশেষ ম্যাচে টেবিলের আটে থাকা লেভান্তের কাছে ২-০ তে হেরে বসেছে দারুণ ছন্দে থাকা অ্যাটলেটিকো। ঘরের মাঠে ডিয়েগো সিমিওনের দলের এ হারের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে জিনেদিন জিদানের রিয়াল।
রিয়াল ভ্যালাদোলিদের মাঠ থেকে ১-০ গোলের জয় তুলে নিয়ে অ্যাটলেটিকোর আরও কাছে চলে গেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে এখন মাত্র ৩ পয়েন্টের ব্যবধান রিয়ালের।
যদিও এক ম্যাচ বেশি খেলেছে রিয়াল। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫২, আর ২৩ ম্যাচে ৫৫ পয়েন্টে শীর্ষে যথারীতি অ্যাটলেটিকো। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
রোনাল্ড কোম্যানের বার্সা যদিও ভালো সময়ের আবর্তে নেই। কোপা দেল রের সেমির প্রথম লেগে হার, চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার টাটকা স্মৃতি। এলোমেলো সময়ই বটে।
অবশ্য লিগে এখনও শিরোপার দৌড়ে আছে বার্সা। রবিবার তাদেরও সুযোগ থাকছে অ্যাটলেটিকো ও রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নেয়ার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ন্যু ক্যাম্পে টেবিলের ১৫তম স্থানে থাকা কাদিজের বিপক্ষে নামবেন মেসি-পিকেরা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড