ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এই টি-২০ টুর্নামেন্টের নিলামে এবারই ইতিহাসের সবচেয়ে বেশি দামে খেলোয়াড় বিক্রি হওয়ার রেকর্ড হয়েছে।
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার এখন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি থাকলেও শেষ পর্যন্ত ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে রাজস্থান রয়্যালস। এর আগে ২০১৫ সালে সর্বাধিক ১৬ কোটি রুপিতে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে কিনেছিল দিল্লি।
নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার কাইল জেমিসনকে ৭৫ লাখ ভিত্তিমূল্যে থেকে ১৫ কোটি রুপিতে কিনে নিয়েছে আইপিএলের আরেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আসরের তৃতীয় দামি ক্রিকেটারকেও কিনে নিয়েছে তারা। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি রুপিতে কিনেছে বিরাট কোহলির দল।
চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন। তাকে চড়ামূল্যে কিনেছে পাঞ্জাব কিংস। ১ কোটি ভিত্তিমূল্যের রিচার্ডসনকে কিনতে প্রীতি জিনতার দল ১৪ কোটি রুপি ব্যয় করেছে! এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ কৃষ্ণাপ্পা গৌতমকে ভিত্তিমূল্য ২০ লাখ রুপি থেকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।
এক নজরে আইপিএলের চতুর্দশ আসরে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া পাঁচ ক্রিকেটার
১. ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা): ১৬ কোটি ২৫ লক্ষ রুপিতে রাজস্থান রয়্যালসে। ২. কাইল জেমিসন (নিউজিল্যান্ড): ১৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। ৩. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ১৪ কোটি ২৫ লক্ষ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। ৪. ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া): ১৪ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে। ৫. কৃষ্ণাপ্পা গৌতম (ভারত): ৯ কোটি ২৫ লক্ষ রুপিতে চেন্নাই সুপার কিংসে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড