ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরের নিলামে দল পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আকাশছোঁয়া দামে তাকে কিনে নিয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
একপর্যায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস বিড করলে জমে ওঠে লড়াই। সেখানে হুহু করে বাড়তে থাকে ম্যাক্সওয়েলের দাম। শেষ পর্যন্ত সোয়া ১৪ কোটি রুপিতে ম্যাক্সিকে কিনে নেয় ব্যাঙ্গালুরু। আগের আসরে পাঞ্জাবের জার্সিতে খেলেছিলেন ম্যাক্সওয়েল। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কিনলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি এ তারকা। ফলে এক আসর শেষেই তাকে ছেড়ে দেয় পাঞ্জাব।
এবারের নিলামে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ম্যাক্সওয়েল। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান অজি তারকা স্টিভেন স্মিথ। ২ কোটি ২০ লাখ রুপিতে এ ক্রিকেটারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এছাড়া দল পেয়েছেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসানও। তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লাখ টাকায় তাকে কিনে নেয়।
চেন্নাইয়ে এ বারের নিলামে ২৯১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। মার্ক উড শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ায় তাঁকে বাদ দিয়ে শুরু হয়েছে নিলাম। ৮ দলের মধ্যে সব চেয়ে বেশি টাকা রয়েছে পাঞ্জাব কিংসের হাতে। সব চেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড