ক্রীড়া ডেস্ক
বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি নাচোর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানায়। তবে ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শনিবার আলাভেসের বিপক্ষে মাদ্রিদের ৪-১ গোলের জয়ের ম্যাচটিতে নাচো খেলেননি। এই জয়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বি এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের মৌসুমে মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১০টি ম্যাচ খেলেছেন নাচো।
কোচ জিনেদিন জিদান করোনা পজিটিভ হবার তিনদিন পর নাচোর পজিটিভ হবার খবর পেয়েছে রিয়াল।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড