ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে জয়ের স্বাদ পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রাজধানীর পাশের এ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘকে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মেহেদী হাসান রয়েল। গোলটি ধরে রাখে প্রথম জয়ের আনন্দে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দ্বিতীয় রাউন্ড থেকে প্রিমিয়ার লিগের খেলা শুরু করেছে। প্রথম ম্যাচ ঢাকায় শেখ জামালের কাছে ২-১ গোলে হেরে দ্বিতীয় ম্যাচেই তারা দেখলো জয়ের মুখ। দুই ম্যাচে ৩ পয়েন্ট-দলটির অবস্থান টেবিলের ৮ নম্বরে।
মোহামেডানের কাছে ৩-০ এবং চট্টগ্রাম আবাহনীর কাছে ১-০ গোলে হারার পর তৃতীয় ম্যাচটি নিজ ভেন্যুতে খেললো আরামবাগ। ভেন্যু পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের। টানা তিন ম্যাচ হেওে সবার নিচেই পড়ে থাকলে তারা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড