ক্রীড়া ডেস্ক
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হেড কোচের দায়িত্ব বুঝে নেওয়ার ১১ দিনের মাথায় শিরোপা জেতালেন মাউরিসিও পচেত্তিনো। ফরাসি সুপার কাপে মার্সেইকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টম ট্রফির স্বাদ পেল দলটি।
আর সব মিলিয়ে ১০ম শিরোপা ঘরে তুলল তারা। এবার পিএসজির হয়ে একটি করে গোল করেন মাউরো ইকার্দি ও নেইমার।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে ফ্রান্সের লঁসে ৩৯তম মিনিটে দলকে এগিয়ে নেন ইকার্দি। আনহেল দি মারিয়ার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ইকার্দির হেড গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল পোস্টে লাগার পর ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন গত মাসে ইনজুরির কারণে ছিটকে যাওয়া নেইমার। পরে ৮৫তম মিনিটে এই ব্রাজিলিয়ানের সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। মার্সেই গোলরক্ষক ডি-বক্সে ইকার্দিকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
আরও পড়ুন : শেষ মুহূর্তে ইনজুরি, অধিনায়ককে ছাড়াই মাঠে লঙ্কানরা
খেলার নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন মার্সেইয়ের দিমিত্রি পায়েত। তবে শেষ পর্যন্ত কোনো নাটকীয়তা ছাড়াই শিরোপা উৎসব করে পিএসজি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড