ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনে অনুষ্ঠিতব্য চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে একদিন আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। যদিও ইনজুরির কারণে বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া অজি ওপেনার উইল পুকোভস্কি।
সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টটি খেলার সময়েই কাঁধে ব্যথা পেয়েছিলেন পুকোভস্কি। সেই চোটের মাত্রা আরও বেড়ে যাওয়ায় শেষ ম্যাচটি আর খেলা হচ্ছে না তার। পুকোভস্কির এ ইনজুরিতে কপাল খুলেছে হ্যারিসের। সর্বশেষ অ্যাশেজ সিরিজে ৬ ম্যাচে মাত্র ৫৮ রান করে বাদ পড়ার পর, এবারই ফিরলেন দলে।
চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভারত জয় লাভ করে। সিডনিতে সিরিজে তৃতীয় টেস্টটি ড্র হয়েছে। ব্রিসবেন টেস্টটি তাই সিরিজ নির্ধারণী হিসেবে পরিণত হয়েছে।
আরও পড়ুন : ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভোট দিয়েছেন এই ১০ রিপাবলিকান
অস্ট্রেলিয়া একাদশ :
ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়াইড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষকপ্যাট), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথন লায়ন, জশ হ্যাজেলউড।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড