ক্রীড়া প্রতিবেদক
ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে জানুয়ারির শেষ সপ্তাহের দিকেই বাংলাদেশে করোনা টিকা আসার কথা রয়েছে। সরকারিভাবে অগ্রাধিকার ভিত্তিতে টাইগারদের টিকা পেতে সময় লাগবে প্রায় ২-৩ মাস।
তাই বেসরকারিভাবে বিক্রি শুরু হলে কোনো অপেক্ষা না করে আগেভাগেই ক্রিকেটারদের জন্য টিকা ক্রয় করে ফেলতে চায় বিসিবি।
পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় মাসে করোনার টিকা পাবেন সব খেলার জাতীয় দলের ১০ হাজার ৯৩২ জন করে খেলোয়াড়। কিন্তু সামনে খেলার ব্যস্ত সূচি থাকায় ক্রিকেটারদের টিকার জন্য বিসিবি সে পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়।
আরও পড়ুন : সাকিব আল হাসানের দাদি মারা গেছেন
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, যখনই দেশে বেসরকারিভাবে টিকা বিক্রি শুরু হবে, দেরি না করে বিসিবি তখনই টিকা কিনবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড