ক্রীড়া ডেস্ক
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে চমক দেখিয়েছেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে সবার নজর কাড়েন তিনি। এছাড়া ছিলেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও। দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পান সম্ভাবনাময় এ তরুণ।
কিন্তু এ যাত্রায় স্বপ্ন পূরণ হচ্ছে না ইমনের। কুঁচকির পুরোনো ব্যথার কারণে উইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে আপাতত আর কাউকে দলে নেয়া হচ্ছে না।
রবিবার দলের সঙ্গে হোটেলেও উঠতে পারেননি এ উদীয়মান ক্রিকেটার। এর আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়েন পারভেজ।
বিসিবির নির্বাচক হাবিবুল বাশার জানান, কুঁচকির চোট ওকে ভালোই ভোগাচ্ছে। স্ক্যান করানোর জন্য হাসপাতালে যেতে হবে। আর জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী হাসপাতালে যাওয়া মানে ফিরে আসার আগে অন্তত তিন দিন আইসোলেশনে থাকতে হবে।
কুঁচকির ব্যথা ভালো হতেও সময় লাগতে পারে। সে জন্যই ওকে ছেড়ে দেয়া হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড