ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির বাম পায়ের প্রতি দুর্বলতা ব্যক্ত করে ইডেন হ্যাজার্ড বলেছেন, জন্মদিনের উপহার হিসেবে কোনো খেলোয়াড়ি সক্ষমতা চাইতে হলে প্রথমে 'মেসির বাম পা' টিই পেতে চাইবেন তিনি।
গত বৃহস্পতিবার নিজের ৩০তম জন্মদিন পালনকালে বেলজিয়ান টিভি আরটিবিএফকে দেয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
মেসির বাম পায়ের পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়ের প্রতি তৃষ্ণা এবং জিনেদিন জিদানের 'ক্লাস'-ও চেয়েছেন তিনি।
আরও পড়ুন- লকডাউন ক্যুইন্সল্যান্ড; শেষ টেস্ট ...
গত মৌসুমের শুরুতে প্রাথমিক ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই বেলজিয়ান উইঙ্গার। কিন্তু মাদ্রিদে আসার পর ইনজুরির জন্য কখনোই ঠিক ছন্দে ফেরা হয়নি তার। দেড় মৌসুমে সবে খেলেছেন ৩০ ম্যাচ, করেছেন মাত্র তিনটি গোল। জন্মদিনে তাই ক্লাবের জার্সিতে স্বরূপে ফেরার আশাও ব্যক্ত করেছেন এই বেলজিয়ান।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড