ক্রীড়া ডেস্ক
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া টাইগারদের সব বিদেশি কোচই ঢাকা এসেছেন। ভিনদেশি কোচদের বহরে সর্বশেষ ঢাকায় পৌঁছেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কাতার এয়ারওয়েজে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পা রেখেছেন জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
এর আগে সকাল সাড়ে ১১টায় ঢাকা পৌঁছেছেন কম্পিউটার অ্যানালিস্ট এন শ্রীনিবাসন। ফিজিও জুলিয়ান ক্যালেফাতো আর ট্রেনার নিকোলাস ট্রেভরলি এসেছেন কদিন আগেই। বৃহস্পতিবার সকালে তৃতীয় বিদেশি কোচ হিসেবে রাজধানীতে পা রাখেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ ইংল্যান্ডের জন লুইস।
এরপর হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের আজ (শুক্রবার) আসার কথা ছিল ভিন্ন ভিন্ন সময়ে। তারা সবাই নির্দিষ্ট সময়েই এসে পৌঁছেছেন।
সর্বশেষ ঢাকায় পা রাখলেন হেড কোচ ডোমিঙ্গো। তার আসার মধ্য দিয়ে ভেট্টোরি বাদে ৭ জন স্পেশালিস্ট কোচই এখন রাজধানীতে। তারা সবাই সোনারগাঁ হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন।
আরও পড়ুন- টেস্ট সেঞ্চুরির সংখ্যায় কোহলিকে ...
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ১০ জানুয়ারি থেকে টাইগারদের অনুশীলন পরিচালনা শুরু করবেন কোচরা। ভেট্টোরি আসবেন না। তার বিকল্প হিসেবে স্বদেশি কোচ সোহেল ইসলাম স্পিনারদের পরামর্শক হিসেবে কাজ করবেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড