ক্রীড়া ডেস্ক
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। সুইজারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তবে শারীরিক অবস্থা গুরুতর হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সেপ ব্লাটারের মেয়ে কোরিন ব্লাটার জানিয়েছেন, ‘বাবা সেফ ব্লাটারের শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে। এখন দরকার পর্যাপ্ত বিশ্রাম’।
এর আগে ২০১৫ সালেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ফিফার সাবেক এই সভাপতিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় নিতে হয়েছিল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে।
২০১৬ সাল থেকে ত্বকের ক্যান্সার ও হাঁটুর ইনজুরিতে ভুগছেন ব্লাটার।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড