• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টুয়েন্টির ইতিহাসে মালানের অন্যরকম বিশ্বরেকর্ড

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ২২:০৫
মালান
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এ ব্যাটসম্যান। দারুণ ব্যাটিংয়ে র‍্যাংকিং পয়েন্টেও এগিয়েছেন ভালোভাবেই। একই সঙ্গে গড়েছেন অন্যরকম বিশ্বরেকর্ড।

সিরিজের প্রথম ম্যাচে ২০ বলে ১৯ রান করেন মালান। দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলার পর শেষ ম্যাচে মাত্র ৪৭ বলে খেলেন অপরাজিত ৯৯ রানের অনবদ্য ইনিংস।

প্রোটিয়াদের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টি-২০ র‌্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন মালান। এছাড়া অজি ওপেনার অ্যারণ ফিঞ্চের পর প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০তে ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

এর আগে ২০১৮ সালের জুলাইয়ে ৯০০ পয়েন্টের মাইলফলক ছুঁয়েছিলেন ফিঞ্চ। বর্তমানে মালানের রেটিং পয়েন্ট ৯১৫, যা আইসিসির টি-২০ র‌্যাংকিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট। নতুন এই বিশ্বরেকর্ডে অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে বাবর আজমকে টপকে টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠেন মালান। বর্তমানে দুইয়ে থাকা পাকিস্তান অধিনায়কের চেয়ে ৪৪ পয়েন্ট এগিয়ে তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড