• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ রাজশাহীর

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ২০:২১
বঙ্গবন্ধু
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের দশম ম্যাচে মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান। দুর্দান্ত ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন দাস।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত এগোতে থাকে মোহাম্মদ মিঠুনের দল।

দলীয় ৬২ রানে সৌম্য আউট হলে ক্রিজে আসেন মিঠুন। এর আগে ৩৪ রান করেন সৌম্য। মিঠুন ফেরেন ১১ রানে। শামসুর রহমানও ১ রানের বেশি করতে পারেননি। এর মাঝে এক প্রান্ত ধরে রাখার পাশাপাশি উইকেটের চারদিকে বাহারি সব শটে ফিফটি তুলে নেন লিটন দাস।

শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন লিটন। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে আউট হওয়ার আগে সৈকত করেন ৪২ রান।

রাজশাহীর হয়ে তিনটি উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এছাড়া একটি করে উইকেট নেন ফরহাদ রেজা ও আনিসুল ইসলাম ইমন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। অন্যদিকে তিন ম্যাচে দুই জয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড