• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব-মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ে পাঠালেন মুশফিক

  ক্রীড়া ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৮:১৩
মুশফিক
মুশফিকুর রহিম (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। ম্যাচে টস জিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

দুই ম্যাচ খেলে এখনও জয়ের স্বাদ নিতে পারেনি ঢাকা। অন্যদিকে ৩ ম্যাচে খুলনার জয় একটি। তবে শেষ দু’টি ম্যাচই হেরেছে তারা। ফলে জয়ের স্বাদ নিতে মরিয়া থাকবে দুই দলই।

নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে মাত্র ২ রানে হারে ঢাকা। ১৭০ রানের টার্গেটে ৫ উইকেটে ১৬৭ রান করে তারা। অবশ্য জয়ের খুব কাছেই ছিলো দলটি। শেষ ওভারে প্রয়োজনীয় ৯ রান নিতে পারেননি ঢাকার মুক্তার আলী। অথচ ১৯তম ওভারে ৩টি ছক্কায় ঢাকার জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন তিনি।

প্রথম ম্যাচে বড় টার্গেটের কাছে পৌঁছাতে পারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে চরম ব্যর্থ হয় ঢাকার ব্যাটসম্যানরা। চট্টগ্রামের বোলারদের সামনে মাত্র ৮৮ রানে অলআউট হয় তারা। প্রতিপক্ষকে সহজ টার্গেট দিয়ে ৯ উইকেটে ম্যাচ হারে মুশফিকুর রহিমের দল।

অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিলো খুলনা। আরিফুল হকের ব্যাটিং নৈপুন্যে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারায় তারা। শেষ ওভারে ২২ রানের প্রয়োজন দাপট দেখিয়ে পূরণ করেন আরিফুল। স্পিনার মেহেদী হাসান মিরাজকে ৪টি ছক্কা মারেন এই হার্ডহিটার।

আরিফুল ঝলকে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে মুখ থুবড়ে পড়ে খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ৬ উইকেটে ও গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৯ উইকেটে হার মানে দলটি।

দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দু’জনের পারফরম্যান্স প্রভাব ফেলেছে দলের উপর। সাকিব তিন ম্যাচে ৩০ রান ও ১ উইকেট নিয়েছেন। এছাড়া মাহমুদউল্লাহ করেছেন ২৪ রান, ১ উইকেট নিয়েছেন একটি। জয়ের ধারায় ফিরতে হলে সাকিব-মাহমুদউল্লাহকে ব্যাট-বলে জ্বলে উঠতে হবে।

জেমকন খুলনা: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন (সিনিয়র), এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহিরুল ইসলাম।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াছির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড