• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরের মাঠে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা

  ক্রীড়া ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, ২২:৪৩
ইংল্যান্ড
ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে তারা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারীরা।

ম্যাচে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৩৩ রান জমা করেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। এরপর ১৫ রানের মধ্যে দুই ওপেনারই ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। ডি কক দলের পক্ষে সর্বোচ্চ ৩০ ও বাভুমা করেন ১৩ রান। এদিন প্রোটিয়াদের পক্ষে কেউই বড় স্কোর গড়তে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে জর্জ লিন্ডের ব্যাট থেকে। এছাড়া ফন ডার ডুসেন ২৫ রানে অপরাজিত থাকেন। রেজা হ্যান্ড্রিকসের ব্যাট থেকে আসে ১৬ রান। ২০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ২৫ রানেই উইকেট হারায় ইংল্যান্ড। ১৪ রান করে সাজঘরে ফেরেন জেসন রয়। এরপর দলীয় ৫১ রানে ফিরে যান জস বাটলার। ১৫ বলে ২২ রান করেন বাটলার। এ দিন ক্রিজে স্থায়ী হতে পারেননি আগের ম্যাচের জয়ের নায়ক জনি বেয়ারস্টোও। মাত্র ৩ রান করে আউট হন তিনি। দলীয় ৮৩ রানে ফিরে যান বেন স্টোকস। তিনি করেন ১৬ রান। বাকিদের ব্যর্থতার দিনে হাফসেঞ্চুরি তুলে নেন ডেভিড মালান। তবে শেষপর্যন্ত ক্রিজে থাকতে পারেননি তিনি। ৫৫ রান করে আউট হন তিনি। মালান আউট হলেও ইংল্যান্ডের জয়ের পথে তা বাঁধা হয়নি। ১৭ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মরগান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড