• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোহলি ছুঁলেন ২২ হাজারের মাইলফলক

  ক্রীড়া ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, ২১:০৩
কোহলি
ছবি : সংগৃহীত

সিডনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতকে বিধ্বস্ত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দেওয়া ৩৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৮ রানে থেমেছে কোহলিরা। ফলে ৫১ রানে হেরেছে সফরকারীরা। ম্যাচ হারার সঙ্গে সঙ্গে সিরিজ হারও নিশ্চিত করেছে ভারত।

লজ্জার এ হারের দিন ভারত অধিনায়ক অবশ্য একটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছেন। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পথে তিনি দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের মাইলফলক টপকে যান। তবে তার ৮৭ বলে ৭ বাউন্ডারিতে ৮৯ রানের ইনিংস ভারতের পরাজয় আটকাতে পারেনি।

সিডনিতে আজ ক্যারিয়ারের ২৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক। তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২৫০ ওয়ানডে খেলা ৯ম ব্যাটসম্যান। পাশাপাশি ৮ম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান কোহলি। তার আগে শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭), কুমার সাঙ্গাকারা (২৮০১৬), রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭), জ্যাক কালিস (২৫৫৩৪), রাহুল দ্রাবিড় (২৪২০৮) এবং ব্রায়ান লারা (২২৩৫৮) এমন কৃতিত্ব অর্জন করেছেন।

কোহলি ২২ হাজার রানের মাইলফলক ছুঁতে খেলেছেন ৪১৮টি আন্তর্জাতিক ম্যাচের ৪৬২ ইনিংস। তিনি ওয়ানডে ক্রিকেটে ১১৯৭৭, টেস্টে ৭২৪০ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৭৯৪ রান সংগ্রহ করেছেন। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৩ রান করলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলবেন ভারত অধিনায়ক। এছাড়া তিনি শচীনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন (৪১ ম্যাচ)। ৩৭ ম্যাচে এই কীর্তি গড়েছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড