• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক ম্যাচ আগেই ভারতকে সিরিজ হারের লজ্জা দিল অস্ট্রেলিয়া

  ক্রীড়া ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, ১৮:২৩
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

সিডনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভারতকে বিধ্বস্ত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দেওয়া ৩৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৮ রানে থেমেছে কোহলিরা। ফলে ৫১ রানের বড় জয় পেয়েছে অ্যারন ফিঞ্চের দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

অজিদের দেওয়া ৩৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য দারুণ হয়েছিল ভারতের। দুই ওপেনারের মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে ৫৮ রান তোলে ভারত। ২৩ বলে ৩০ রান করে আউট হন ধাওয়ান। ধাওয়ান আউট হওয়ার পর ক্রিজে টিকতে পারেননি আগারওয়ালও। দলীয় ৬০ রানে আউট হন তিনি। আউট হওয়ার আগে ২৬ বলে করেন ২৮ রান।

তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক কোহলি। এ জুটিতে স্কোরবোর্ডে জমা হয় ৯৩ রান। ৩৬ বলে ৩৮ রান করেন আইয়ার।

এদিন ব্যাট হাসে কোহলির। তিনি তুলে নেন হাফসেঞ্চুরি। ৮৭ বলে ৮৯ রান করে আউট হন এ ব্যাটসম্যান। এছাড়া ৬৬ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন লোকেশ রাহুল। বাকিদের মধ্যে হার্দিক পান্ডিয়া ২৮ ও জাদেজা করেন ২৪ রান। সবার সম্মিলিত চেষ্টায় জয়ের কাছাকাছিও যেতে পারেনি ভারত। ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৮ রানেই থেমেছে তাদের ইনিংস। ফলে বড় জয় দিয়েই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ফিঞ্চ বাহিনী।

অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ১০ ওভারে ৬৭ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এছাড়া ১০ ওভারে ৬২ রানের বিনিময়ে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা।

এর আগে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এ দিন ট জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। গত ম্যাচের মতো এ ম্যাচেও অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে ১৪২ রান তুলেন এই দুজন। ওয়ার্নার ৮৩ ও ফিঞ্চ ৬০ রান করেন। ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে আজও ৬২ বলে শতক হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। ৬৪ বলে ১০৪ রান করে আউট হন তিনি।

চারে নামা মার্নাস লাবুশেইনি ৬১ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ব্যাট হাতে এ ম্যাচেও ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন এই ডানহাতি।

এছাড়া অস্টেলিয়ার ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে অর্ধশতকের মাইলফলক পার করেছেন অর্ডারের প্রথম পাঁচ অজি ব্যাটসম্যান।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩টি উইকেট দখল করেন। এ ছাড়া বুমরাহ, শামি ও হার্দিক একটি করে উইকেট লাভ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড