• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিমদের সামনে সহজ লক্ষ্য দিল রাজশাহী

  ক্রীড়া ডেস্ক

২৮ নভেম্বর ২০২০, ২০:২৯
মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম ফরচুন বরিশাল
মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম ফরচুন বরিশাল (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। সুতরাং, জিততে হলে তামিমদের করতে হবে ১৩৩ রান।

বরিশালের এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে জেমকন খুলনার বিপক্ষে তারা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ৪ উইকেটে হেরে গিয়েছিল। অন্যদিকে, রাজশাহীর এটি তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে তারা দুইটিতেই জয় পেয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন রাজশাহী ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায়। সপ্তম ওভারে মিড-অফে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। পরের ওভারে মিরাজের বলে বোল্ড হন রনি তালুকদার।

দশম ওভারে দুইটি উইকেট হারায় রাজশাহী। গত ম্যাচে ভালো খেললেও এই ম্যাচে হতাশাজনকভাবে রান আউট হয়ে বিদায় নেন আশরাফুল। ৪ বল খেলে ৬ রান করেন তিনি। মিরাজের করা এই ওভারের শেষ বলে ডিপ স্কোয়ার লেগে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচন হন আনিসুল ইসলাম ইমন।

এরপর সোহান নেমে ২ বল খেলে ডিপ স্কোয়ার লেগে সুমন খানের হাতে ধরা পড়েন। রানের খাতা খুলতে পারেননি তিনি। দলীয় ৬৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর শেখ মেহেদী হাসান ও ফজেল মাহমুদ ৬৫ রানের পার্টনারশিপ করেন।

১৯তম ওভারে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ফুল টস ডেলিভারিতে উড়িয়ে মারেন ফজলে মাহমুদ। লং অফে ক্যাচটি নেন তৌহিদ হৃদয়। ২০তম ওভারে তিনটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বী।

মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, রেজাউর রহমান, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন এবং কামরুল ইসলাম রাব্বি।

আরও পড়ুন : মুস্তাফিজে বিধ্বস্ত খুলনা উড়ে ...

সংক্ষিপ্ত স্কোর :

মিনিস্টার গ্রুপ রাজশাহী : ১৩২/৯ (২০ ওভার)

টার্গেট : ১৩৩

ফরচুন বরিশাল : ৫/১ (১ ওভার)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড