• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হারের ম্যাচে জরিমানা গুনল কোহলিরা

  ক্রীড়া প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২০, ১৯:০৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে যায় ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে যায় ভারত (ছবি: সংগৃহীত)

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হারের ক্ষতে ভর করল জরিমানা। ম্যাচে স্লো ওভার রেটের কারণে টিম ইন্ডিয়ার ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ইতোমধ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন স্লো ওভার রেটের জন্য। তাই কোনো শুনানির প্রয়োজন নেই। শুক্রবারের এই ম্যাচের রেফারি ডেভিড বুনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভারত ১ ওভার কম বল করেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যতগুলি ওভার কম বল করা হবে তত ওভার প্রতি ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। ভারত যেহেতু ১ ওভার কম করেছে তাই তাদের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : মুস্তাফিজে বিধ্বস্ত খুলনা উড়ে ...

আগামীকাল (রবিবার) সিডনিতে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে ভারতকে শুধু যে পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে তাই নয়, মাথায় রাখতে হবে এই ওভার রেটের কথাও। এ দিনের জন্য ক্ষমা চেয়ে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি দলকে। কিন্তু রবিবার একই ভুল করলে আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তির পরিমাণ কিন্তু বাড়বে। তাই আরও বেশি সতর্ক থাকতে হবে অধিনায়ক বিরাটকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড