• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লজ্জার রেকর্ডে নিজেকে ছাড়ালেন চাহাল

  ক্রীড়া ডেস্ক

২৭ নভেম্বর ২০২০, ১৫:৩৫
চাহাল
যুজবেন্দ্র চাহাল (ছবি : সংগৃহীত)

করোনা সঙ্কট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ভারত। তবে ফেরাটা তাদের সুখকর হয়নি। ছন্নছাড়া বোলিংয়ে আর অজি ব্যাটসম্যানদের দাপটে রান পাহাড়ের নিচে চাপা পড়েছে দলটি।

এদিন নিজের লজ্জার এক রেকর্ড নিজেই ভাঙলেন ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহাল। খরুচে বোলিংয়ের রেকর্ডে নিজেকেই ছাড়িয়ে ভারতীয় এ লেগ স্পিনার পেলেন তেতো স্বাদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার ১০ ওভারে ৮৯ রান দিয়েছেন চাহাল। এক ওয়ানডেতে কোনো ভারতীয় স্পিনারের সবচেয়ে ব্যয়বহুল বোলিং এটিই।

আগের এই লজ্জার রেকর্ডও ছিল চাহালের। গত বিশ্বকাপে বার্মিংহামে তার ১০ ওভারে ৮৮ রান তুলেছিল ইংলিশরা।

চাহালের পরে স্পিনার হিসেবে রেকর্ডে আছেন আরেক লেগ স্পিনার পিযুষ চাওলা। ২০০৮ সালে মিরপুরে ১০ ওভারে তিনি গুনেছিলেন ৮৫ রান।

পেস-স্পিন মিলিয়ে ভারতের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে চাহাল আছেন চার নম্বরে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১০৬ রান দিয়ে রেকর্ডটি ভুবনেশ্বর কুমারের। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ১০২ রান দিয়েছিলেন আরেক পেসার বিনয় কুমার। ২০১৭ সালে আবার ভুবনেশ্বর ১০ ওভারে ৯২ রান দেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড