• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামের কাছে মুশফিকদের অসহায় আত্মসমর্পণ

  ক্রীড়া ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ২০:১৮
বঙ্গবন্ধু
ম্যাচের মুহূর্ত (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাট করে বিধ্বস্ত হয়েছে বেক্সিমকো ঢাকা। শুরু থেকেই দাপট দেখায় চট্টগ্রামের বোলাররা। দলের পাঁচ ব্যাটসম্যান শূন্য রান আউট হওয়ায় ২২ বল বাকি থাকতেই মাত্র ৮৮ রানে গুটিয়ে গেছে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিথুন। ঢাকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ নাঈম। মাত্র ২ রান করে আউট হন তামিম। তার জায়গায় নেমে একের পর এক ডট দিতে থাকেন সাব্বির।

টানা নয়টি বল ডট দিয়ে শেষ পর্যন্ত দশম বলে সাজঘরে ফেরেন সাব্বির। তার নামের পাশে তখন জ্বলজ্বল করছে শূন্য সংখ্যা। ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমও ব্যাট হাতে ব্যর্থ। রানের খাতা খোলার আগে মুখোমুখি প্রথম বলে আউট হয়েছেন তিনি।

এরপর নাঈম ও আকবর আলী মিলে ৪৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। তবে ব্যক্তিগত ১৫ রানে আকবর ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকা। মাত্র ২৩ রানে শেষ ৭ উইকেট হারায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাঈম। আকবর ছাড়া দুই অংকের ঘরে রান করতে পেরেছেন শুধু মুক্তার আলী (১২)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড