• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানসিটি 

  ক্রীড়া ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ১৪:১২
সিটি
ম্যানচেস্টার সিটি (ছবি : সংগৃহীত)

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। লিগে ধুঁকতে থাকা সিটিজেনরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে দুর্দান্ত ফর্মে। টানা চার জয়ে দুই ম্যাচ বাকি থাকতে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।

বুধবার রাতে অলিম্পিয়াকোসের মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামে ম্যানসিটি। ‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকে শেষ, অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে গেছে সিটি; কিন্তু সে অনুযায়ী গোলের দেখা মেলেনি। জয়সূচক গোলটি আসে ৩৬তম মিনিটে। রাহিম স্টার্লিংয়ের ব্যাকহিলে বল পেয়ে খুব কাছ থেকে জালে পাঠান তরুণ ইংলিশ মিডফিল্ডার ফোডেন।

পুরো ম্যাচে সিটি গোলের উদ্দেশে শট নেয় ২২টি, এর ১১টি ছিল লক্ষ্যে। আর অলিম্পিয়াকোস তাদের ২ শটের প্রথমটি নিতে পারে ৮৮তম মিনিটে, লক্ষ্যে ছিল না কোনোটিই।

প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ৩ পয়েন্ট নিয়ে তিনে অলিম্পিয়াকোস। এক ম্যাচ করে কম খেলা পোর্তো ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ও সবার নিচে থাকা মার্সেই এখনো কোনো পয়েন্ট পায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড