• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে উইন্ডিজ 

  ক্রীড়া প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২০, ২১:১০
আকরাম খান
আকরাম খান (ছবি : সংগৃহীত)

করোনার সঙ্কট কাটিয়ে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আসার আগে অবশ্য উইন্ডিজ ক্রিকেট বোর্ড দুই সদস্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বাংলাদেশে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন মেডিকেল ও নিরাপত্তা বিভাগের দুই প্রতিনিধি ঢাকা আসবেন ২৮ নভেম্বর। আসন্ন সিরিজের দুই ভেন্যু মিরপুর ও চট্টগ্রাম ঘুরে তারা দেখবেন আয়োজনের ব্যবস্থাপনা।

বিসিবির পরিচালক আকরাম খান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘২৮ তারিখ আসছে দুই জন। একজন মেডিকেলের, একজন সিকিউরিটির। ভেন্যু যেগুলা আছে, ঢাকা এবং চট্টগ্রাম, দুটো জায়গায়ই ওরা যাবে। দেখে ওদের রিপোর্টটা দিবে। কথাবার্তায় আমরা অনেক এগিয়েছি। এই সিরিজটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো।’

সিরিজ সামনে থাকায় বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় আসবেন এ সপ্তাহেই। দেখবেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচ। আকরাম জানালেন, কোচিং স্টাফের বাকি সদস্যরা আসবেন ক্যাম্প শুরু হলে।

‘আমাদের হেড কোচ দুই-একদিনের মধ্যে চলে আসবেন। যেহেতু বাকিরা এসে, ওনাদের ওই ধরনের কাজ করার কোনো সুযোগ থাকবে না। আর সামনে যেহেতু ক্রিস্টমাস ডে (২৫ ডিসেম্বর), সেই জিনিসটা মাথায় রেখে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বললেন আগে হেড কোচ এসে দেখুক, এরপর পুরো টিম নিয়ে আমাদের কাজকর্ম শুরু করতে পারবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড