• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তরুণদের ব্যাটে তামিমদের লড়াইয়ের পুঁজি

  ক্রীড়া ডেস্ক

২৪ নভেম্বর ২০২০, ২০:২৩
খুলনা
ম্যাচে দাপট দেখান খুলনার বোলাররা (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তামিমের ফরচুন বরিশাল ও মাহমুদউল্লাহ-সাকিবের জেমকন খুলনা। ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। আগে ব্যাট করে তরুণ ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে বরিশাল।

এ ম্যাচ দিয়েই দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নামলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাঠে নেমেই সাফল্য পেলেন এ ক্রিকেটার। সপ্তম ওভারে প্রথম বোলিংয়ে আসেন সাকিব। আর বোলিং করতে এসে প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। উইকেট পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সাকিবকে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পান সাফল্য। সাকিবের বলে জহুরুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন। ম্যাচে ৩ ওভার ব্যাটিং করে ১৮ রানে এক উইকেট নেন সাকিব।

এর আগে ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার মেহেদী হাসান। এরপর দলীয় ৩৮ রানে ফিরে যান অধিনায়ক তামিম ইকবালও। দলীয় ৪৯ রানে আফিফ আউট হওয়ায় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। একপাশ আগলে রেখে চাপ সামলানর চেষ্টা চালান তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তবে ফিফটি হাঁকিয়েই সাজঘরে ফেরেন ইমন। ৪২ বলে ৩ চার ও চার ছক্কায় ৫১ রান করেন তিনি।

বাকিদের মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া তাসকিন আহমেদ ১২ ও ইরফান শুক্কুর করেন ১১ রান।

খুলনার পক্ষে এ ম্যাচে বল হাতে চমক দেখান শহিদুল ইসলাম। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। এছাড়া শফিউল ইসলাম চার ওভারে ২৭ রানে শিকার করেন ২ উইকেট। উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাত্র ২ রানে জয় পেয়েছে তারা।

জেমকন খুলনা : সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শহিদুল ইসলাম।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড