• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসির দশক সেরার তালিকায় সাঙ্গাকারা-ডি ভিলিয়ার্স

  ক্রীড়া ডেস্ক

২৪ নভেম্বর ২০২০, ১৮:৫১
আইসিসি
সাঙ্গাকারা ও ডি ভিলিয়ার্স (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন পাঁচ বছর আগে। এছাড়া ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তারপরও দশক সেরা ক্রিকেটার হিসেবে আইসিসির তালিকায় জায়গা করে নিয়েছেন এ দুই ক্রিকেটার।

সংবাদ সংস্থা এএনআই বিষয়টি নিশ্চিত করেছে। দশক সেরা ক্রিকেটারের পূর্ণাঙ্গ তালিকা বুধবার আইসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি। বাংলাদেশের সাকিব আল হাসান ওই তালিকায় আছেন কিনা পূর্ণাঙ্গ তালিকা পেলেই জানা যাবে। তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্য থেকে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে বিজয়ী।

আইসিসির এই দশক সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং স্পিনার রবিচন্দন অশ্বিন। এর বাইরে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, সাবেক অজি অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ আছেন তালিকায়।

আইসিসি ওয়ানডের দশক সেরা ক্রিকেটারের তালিকাও প্রকাশ করবে। আপাতত ওই তালিকায় ভারতের বিরাট কোহলি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের রোহিত শর্মা, এমএস ধোনি এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার নাম থাকার বিষয়টি জানানো হয়েছে।

আইসিসির দশক সেরা নারী ক্রিকেটারের তালিকায় এলিসা পেরি (অস্ট্রেলিয়া), মেগ লেনিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানো টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত) এবং সারা টেইলর (ইংল্যান্ড) আছেন বলে সংবাদ সংস্থাটি উল্লেখ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড