• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে মাঠে নামছেন সাকিব

  ক্রীড়া ডেস্ক

২৪ নভেম্বর ২০২০, ১৭:৫২
সাকিব
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

গত বছরের ২৯ অক্টোবর সাকিব আল হাসান ও বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল ভুলে যাওয়ার মতো একটি দিন। এ দিনেই সবধরনের ক্রিকেট থেকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকেই সাকিবের ফেরার ক্ষণ গণনা শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গত ২৯ অক্টোবর থেকে আবার মুক্ত গেছেন সাকিব আল হাসান।

মূলত দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও এক বছর স্থগিত নিষেধাজ্ঞা থাকায় এক বছর পরই খেলায় ফিরতে পারছেন সাকিব। ফলে আজ থেকে আর মাঠে নামতে বাঁধা নেই বিশ্বসেরা এ অলরাউন্ডারের। এখন কেবল সাকিবের মাঠে নামার অপেক্ষা। শুরু হয়েছে দেশি ক্রিকেটারদের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছে সাকিবের দল। আর এ ম্যাচ দিয়েই আবারও মাঠে নামছেন সাকিব। দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোখে দিনটি সাকিবের জন্য তো বটেই, দেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ দিন।

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে জেমকন খুলনা সাকিবকে দলে নিয়েছে নিজেদের প্রথম ডাকেই। তার কাছে দলের প্রত্যাশাও আকাশচুম্বি। গত কিছুদিনে অনুশীলনে তিনি ঘাম ঝরিয়েছেন বেশ, তবু লম্বা সময় পর ফিরে ম্যাচে মানিয়ে নিতে সময় লাগাটা অস্বাভাবিক নয়। তার দলের অধিনায়ক মাহমুদউল্লাহর অবশ্য বিশ্বাস, সময় খুব একটা লাগবে না সাকিবের। টুর্নামেন্ট শুরুর আগের দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খুলনা অধিনায়ক জানালেন, লম্বা বিরতিতেও সাকিবের ক্রিকেটে কোনো জড়তা তার চোখে পড়ছে না, ‘আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে। অবশ্যই আমরা সবাই খুশি যে ও ফিরেছে এবং আমাদের দলেই খেলছে। ওকে পাওয়া দারুণ ব্যাপার। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি-সাকিবের যে উচ্চতা, যে সামর্থ্য, আমার মনে হয় না যে কোনো প্রশ্ন থাকবে ওর অর্জন, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি, ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই জড়তাও দেখছি না। মনে হচ্ছে যে ও খুব উদগ্রীব খেলার জন্য, মুখিয়ে আছে ভালো খেলতে।’

সাকিবের সামর্থ্য, সাকিবের প্রভাববিস্তারী পারফরম্যান্স, এসব নিয়ে কোনো সংশয় নেই প্রতিপক্ষ অধিনায়কদেরও। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদেরও বিশ্বাস, শুরু থেকেই দারুণ খেলবেন এই অলরাউন্ডার। এই দুজনের শুধু আশা, তাদের বিপক্ষে যেন ভালো পারফর্ম করতে না পারেন সাকিব। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল। গত ১৫-১৬ বছর ধরে তিনি কাছ থেকে দেখে আসছেন সাকিবকে। তামিমের বিশ্বাস, ফেরার পর সাকিব নিজেকে তুলে নেবেন আরও উঁচুতে, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপুর্ণ দিন। কারণ, ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও কালকে (আজ) থেকে আরও ভালোভাবে এগিয়ে যাবে। ওর ভক্তরাও ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’

প্লেয়ার্স ড্রাফট থেকে গড়পড়তা একটা দল বানিয়েছে বরিশাল। কিছু জায়গায় থেকে গেছে ঘাটতি। তা নিয়ে খেদ থাকলেও তামিমের আশা কাগজের-কলমের হিসাব ফলবে না মাঠে, ‘দেখেন, আমাদের দলে হয়তো নামি দামি ওরকম খেলোয়াড় নেই, তবে ক্রিকেটটাই এরকম একটা খেলা। সবাই যদি কাগজে কলমে শক্তিশালী হয়ে ম্যাচ জিতে যেতো বা টুর্নামেন্ট জিতে যেতো তাহলে অন্য কথা ছিল। আমি নিশ্চিত যে খেলোয়াড় আছে আমার, তারা সবাই সামর্থ্যবান।’

সাকিবের ফেরাকে আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছেন মুশফিক। বেক্সিমকো ঢাকার অধিনায়কের মতে, তরুণ ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট বড় সুযোগ সাকিবের কাছ থেকে শেখার, ‘এটা তো অবশ্যই বড় একটা বিষয় (সাকিবের ফেরা)। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে এক নম্বর অলরাউন্ডার, আমাদের শীর্ষ ক্রিকেটার। আশা করছি, আমাদের সঙ্গে ছাড়া যাতে অন্য সবার সঙ্গে ভালো খেলে। কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টের জন্যই এটা বড় একটা পাওয়া। তার সঙ্গে এবং বিপক্ষে তরুণ যারা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। এটা ভবিষ্যতেও খুব কাজে দিবে। যেহেতু এবার কোনো বিদেশি খেলোয়াড় নেই, তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ তার সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করার এবং অনেক কিছু শেখার।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড