• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে কাতার যাচ্ছেন জীবন

  ক্রীড়া প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২০, ১৭:৪৮
জীবন
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে চোট পেয়েছিলেন জাতীয় দলের তারকা স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। ডান হাঁটুতে ব্যথা পাওয়ায় নির্ধারিত সময়ে দলের সঙ্গে কাতার যেতে পারেননি তিনি। এই সময়ে ডাক্তারের পরামর্শে বিশ্রামে ছিলেন। তবে ব্যথা কমে যাওয়ায় দেরিতে হলেও দোহাতে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন আবাহনীর এই তারকা। সব কিছু ঠিক থাকলে বুধবার সকালে ঢাকা ছাড়বেন জীবন।

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষে জামাল-সুফিলরা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জীবন সেখানে যাওয়ার পর করোনা-বিধি পালন করেই অনুশীলন শুরু করতে পারবেন। তবে পুরোপুরি ফিট থাকলেই ম্যাচ খেলার সুযোগ পাবেন।

কাতার যাওয়া প্রসঙ্গে জীবন বলেন, এখন আগের চেয়ে ভালো অনুভব করছি। পায়ের ব্যথা অনেকটাই কমে গেছে। ফিজিওর পরামর্শে ওষুধ খাচ্ছি। এখন দোহায় গিয়ে অনুশীলনে যোগ দেবো। সেখানে ম্যাচ ফিটনেস ফিরে পেলেই মাঠে নামব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড