• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশরাফুলের ফেরাটা রঙিন হলো না

  নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২০, ১৫:০৮
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল (ছবি: সংগৃহীত)

আশরাফুলের ফেরার মঞ্চটা দারুণ হতে পারতো। পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাঈম শেখের দুর্দান্ত এক ক্যাচে দীর্ঘদিন পর অ্যাশের মাঠে ফেরাটা রঙিন হলো না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে চেনা মঞ্চে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে ব্যাটিংয়ে নেমে এই অভিজ্ঞ ডাবহাতি ব্যাটসম্যানের ফেরাটা অবশ্য ভালো হয়নি। বেক্সিমকো ঢাকার বিপক্ষে ব্যাট হাতে করেছেন ৯ বলে ৫ রান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে রাজশাহী। দল যখন ৪৮ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে নামেন আশরাফুল। ৯ বলে ৫ রন করার পর পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাঈম শেখের দুর্দান্ত এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :

মিনিস্টার গ্রুপ রাজশাহী : ১৬৯/৯ (২০ ওভার)

টার্গেট : ১৭০

মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

বেক্সিমকো ঢাকা একাদশ মুশফিকুর রহীম (অধিনায়ক), মোহাম্মদ নাইম, তানজিদ হাসান তামিম, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড