• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোটে ছিটকে গেলেন রামোস

  ক্রীড়া ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১৬:২৭
রামোস
সার্জিও রামোস (ছবি : সংগৃহীত)

চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচের আগে বড়সড় দুঃসংবাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চোটের কারণে চ্যাম্পিয়ানস লিগের ম্যাচসহ আগামী তিন ম্যাচের জন্য দল থেকে ছিটে গেছেন অধিনায়ক সার্জিও রামোস। ক্লাবটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে গোল ডটকম।

হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন রামোস। জাতীয় দল স্পেনের হয়ে উয়েফা নেশন্স লিগে খেলতে গিয়ে চোটে পড়েন রিয়াল তারকা। গত মঙ্গলবার স্পেন বনাম জার্মানির মধ্যকার ম্যাচটির প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন রামোস।

ক্লাবটির দেওয়া বিবৃতিতে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ আমাদের খেলোয়াড় রামোসের সব পরীক্ষা করিয়েছে। পরীক্ষায় তাঁর ডান পায়ে চোটের বিষয়টি ধরা পড়েছে। ’

ক্লাবের পক্ষ থেকে চোটের খবর জানালেও, কবে নাগাদ মাঠে ফিরবেন, তা জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যম বলছে, এ ধরনের চোট সেরে উঠতে ১০ থেকে ১৪ দিন সময় লাগতে পারে। সেই হিসাবে লা লিগায় ভিয়ারিয়াল, আলভেস ও চ্যাম্পিনস লিগে ইন্টার মিলানের বিপক্ষে রামোসকে পাওয়ার সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড