• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত হাবিবুল বাশার হাসপাতালে

  ক্রীড়া ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ১৯:০৭
হাবিবুল বাশার
হাবিবুল বাশার (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকলেও শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন তিনি।

এর আগে, গত ৯ নভেম্বর দুপুর থেকে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন হাবিবুল বাশার। শরীরে করোনা হানা দিল কিনা এমন সন্দেহে পরদিন নমুনা দিলে ১১ নভেম্বর জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

এরপর গত সোমবার হুট করেই হাবিবুলের স্বাস্থ্যের চরম অবনতি হয়। উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে জাতীয় দলের নির্বাচক ও সাবেক টাইগার দলপতি তাৎক্ষণিকভাবে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তিন দিন চিকিৎসা শেষে এখন তিনি আগের চাইতে কিছুটা সুস্থ হয়েছেন।

হাবিবুলের গায়ে এখন আর জ্বর নেই। ফুসফুসের ইনফেকশনও কমে গেছে। শ্বাস-প্রশ্বাসের জটিলতা কিংবা শরীরে কোন ব্যথা নেই। সব ঠিক থাকলে আগামী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক। সুস্থ হয়ে উঠতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড