• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় খেলতে আসবেন না গেইল

  ক্রীড়া ডেস্ক

১৯ নভেম্বর ২০২০, ১২:৪৪
ক্রিস গেইল (ছবি : সংগৃহীত)

বিদেশি ক্রিকেটারদের দিয়ে নিজেদের ফ্রাঞ্চাইজি লিগকে জমজমাট করতে চেয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কান প্রিমিয়ার লিগ তথা এলপিএল নামে এই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা চলতি নভেম্বরের শেষ সপ্তাহেই।

কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেই চাওয়া খুব একটা পূরণ হচ্ছে না। একের পর এক বিদেশি তারকা ক্রিকেটাররা নাম প্রত্যাহার করে নিচ্ছে এই টুর্নামেন্ট থেকে।

সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন ক্যারিবীয় ক্রিকেটার, বিশ্বব্যাপি টি-টোয়েন্টি ক্রিকেটের পোস্টারবয় ক্রিস গেইল। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন, এলপিএলে খেলতে আসবেন না। ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলার কথা ছিল গেইলের।

বুধবার ক্যান্ডি টাস্কার্স এ তথ্যটা নিশ্চিত করেন। এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান, মুনাফ প্যাটেল, স্থানীয় তারকা কুশল পেরেরা, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্পেশালিস্ট কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ এবং ইংল্যান্ডের ডান হাতি পেস বোলার লিয়াম প্লাঙ্কেট।

ক্যান্ডি টাস্কার্স তাদের এক টুইটে লিখেছে, ‘আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ক্রিস গেইল আমাদের হয়ে এলপিএলে এবার আর খেলছেন না।’

এলপিএলে প্রতিদ্বন্দ্বীতা করবে মোট ৫টি ফ্রাঞ্চাইজি। তাদের নাম কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা এবং জাফনা। মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৬ নভেম্বর হাম্বানতোতায় মহিন্দা রাজাপাকষে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কলম্বো মুখোমুখি হওয়ার কথা রয়েছে ক্যান্ডির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড