• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হারলে সবাই পকপক করবে: জামাল ভূঁইয়া

  ক্রীড়া ডেস্ক

১৬ নভেম্বর ২০২০, ১৮:৫৮
জামাল
জামাল ভূঁইয়া (ছবি : সংগৃহীত)

করোনা সঙ্কট কাটিয়ে মাঠে ফিরেছে দেশের ফুটবলাররা। মুজিববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে জামাল ভূঁইয়ারা। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে প্রায় পাঁচ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ নভেম্বর)।

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছু ভুল ত্রুটি থাকলেও দিন শেষে জয়টা লাল-সবুজের। দীর্ঘ বিরতির পর নেপালও মাঠে নেমেছে। প্রথম ম্যাচ হারলেও শেষ ম্যাচে যে ছেড়ে কথা বলবে না সফরকারীরা সেটাও জানা আছে জামাল ভূঁইয়াদের।

তাই ম্যাচটাকে অলিখিত ফাইনাল ধরে নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। জামাল মনে করছেন, এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে গত ম্যাচের অর্জন। ‘শেষ ম্যাচটা ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো, হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও কিছু ভুল ত্রুটি ছিল। দুটো গোল করলেও পাসিং ফুটবলটা ঠিকভাবে দেখাতে পারেনি নাবিব নেওয়াজ-মাহবুবরা। জামাল মনে করেন, ‘মিস পাস তো হতেই পারে। আট মাস পর ফুটবল খেলেছি। আমরা জিতেছি। একটু খুশি থাকেন। হারলে না হয় সমালোচনা করবেন। ফলাফলটাই আসল।’

এদিকে শেষ ম্যাচের আগে করোনা আক্রান্ত হয়েছে হেড কোচ জেমি ডে। তার অনুপস্থিতিতে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। প্রধান কোচ না থাকলেও খুব একটা সমস্যা হবে না বলছে জামাল। ‘জেমি না থাকলে কোনো সমস্যা হবে না। স্টুয়ার্ট ওয়াটকিস সব জানে। আমরা জেমির জন্য খেলব। জেমির জন্য জিততে চাইব। আশা করি সে আমাদের সঙ্গে আগামীকাল থাকবে।’

সোমবার পুনরায় করোনা পরীক্ষা করিয়েছেন জেমি ডে। এই পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড