• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএল আয়োজন করে কত টাকা পেল আমিরাত

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ২২:৪৪
আইপিএল
ছবি : সংগৃহীত

করোনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাততে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। তার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আমিরাত ক্রিকেট বোর্ডকে ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছে। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১০০ কোটি রুপি।

এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু কোভিড-১৯ জনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে যায়। এরপর আইপিএলের আয়োজন ঘিরে সংশয়ের মেঘ তৈরি হয়েছিল। টি টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আইপিএল আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করে বিসিসিআই। টুর্নামেন্ট আয়োজন করার জন্য এগিয়ে আসে আমিরাত ক্রিকেট বোর্ড।

গত ১০ নভেম্বর ফাইনালের মাধ্যমে ৫৩ দিনের মহাযুদ্ধ শেষ হয়। দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতে নেয় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এ বছর মেগা টুর্নামেন্ট না হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্ষতি হতো প্রায় ৪,০০০ কোটি রুপি। কিন্তু সফল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় এই ক্ষতি হয়নি। যে কারণে আমিরাত বোর্ড ১০০ কোটি রুপি পেতেই পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড