• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাস্তি পেলেন মরিনহো

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ১৮:৪৫
মরিনহো
মরিনহো (ছবি : সংগৃহীত)

ম্যাচ দেরিতে শুরু করায় শাস্তি পেয়েছেন টটেনহ্যাম হটস্পার কোচ জোসে মরিনহো। শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে উয়েফা।

গোল ডটকমের প্রতিবেদনে জানা গেছে, গত ২৯ অক্টোবর ইউরোপা লিগে একটি ম্যাচ দেরিতে শুরু করার কারণে এই নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। উয়েফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, আগামী এক বছর তাঁর এই শাস্তির বিষয়টি উয়েফার নজরে থাকবে।

মরিনহোর পাশাপাশি টটেনহ্যামকে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। আর আইন ভাঙার কারণে অতিরিক্ত আরও তিন হাজার ইউরো জরিমানা করা হয়।

বেলজিয়ামে অনুষ্ঠিত ইউরোপা লিগের ম্যাচটিতে টটেনহ্যাম ১-০ গোলে জিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব পান মরিনহো। ২০২৩ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।

মরিনহোকে ছাঁটাই করার কারণে বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পান স্পেশাল ওয়ান খ্যাত এই কোচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড