• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু ২৪ নভেম্বর

  নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২০, ১৮:২৮
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ (ছবি: সংগৃহীত)

আগামী ২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে অংশ নেবে ৫টি দল। গত ১২ নভেম্বর এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের কারণে এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। বাংলাদেশ দলের আন্তর্জাতিক সিরিজও নেই। তাই ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে বিসিবি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

গত মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। এরপর অক্টোবরে প্রেসিডেন্টস কাপের মাধ্যমে মাঠে ক্রিকেট ফেরায় বিসিবি। ওই টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। অংশগ্রহণ করেছিল তিনটি দল।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুধু দেশের ক্রিকেটাররা অংশ নেবেন। দীর্ঘ এক বছর নিষেধাজ্ঞার সময় পার করে এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড