• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর মাত্র একদিন পর শেষ হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞা

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ২১:৩৭
সাকিব
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

গত বছর ২৯ অক্টোবর, সন্ধ্যায় বড় একটা ঝড় বয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। আইসিসি নিষিদ্ধ করেছিল টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানকে। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে দেশসেরা অলরাউন্ডারের দুই বছরের শাস্তির মেয়াদের প্রথম বছরটা শেষ হতে অপেক্ষা এখন নেমে এসেছে ঘণ্টার হিসেবে! সঙ্গে উঁকি দিচ্ছে ‘পূর্ণ মুক্তি’ই।

বুধবার দিনের আলো নিভে যাওয়ার পর শুরু হবে সাকিবের ‘মুক্তি’র প্রহর গণনা। বৃহস্পতিবার থেকে সবধরনের ক্রিকেটে ফিরতে পারেন তিনি। তার আগের দিন, অর্থাৎ বুধবার পূর্ণ হবে নিষেধাজ্ঞার কার্যকরী একবছর। দ্বিতীয় বছরটা যে স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে আইসিসি। আর শাস্তির প্রথম বছরে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার সকল নির্দেশনা মেনে চলায় টাইগার তারকা এখন একেবারে মুক্তির দুয়ারে।

আর একটা দিন সব ঠিকঠাক এগোলে, নভেম্বরের মাঝামাঝি মিরপুরে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের খেলায় ফিরতে পারবেন সাকিব। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য নিশ্চিত করেই জানালেন, ২৯ অক্টোবর থেকে সাকিব ক্রিকেটে ফিরতে পারবেন। নিষেধাজ্ঞার মেয়াদ বছর পূর্তির পরদিন থেকেই তার খেলতে বাধা নেই।

সাকিব ভক্তদের কাউন্টডাউন চলছিল শুরু থেকেই। কয়েক ঘণ্টা পর থামতে হবে তাদেরও। শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সাকিবকে ঘিরে আবেগি সব স্ট্যাটাস। একবছরের জন্য ক্রিকেটের সিংহাসন ছাড়তে বাধ্য হওয়া রাজা আবার ফিরছেন নিজের রাজ্যে।

আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এরমাঝে দ্বিতীয় বছরটা স্থগিত নিষেধাজ্ঞার। প্রথম বছরে সাকিব ছিলেন খুবই সতর্ক। বিতর্ক তৈরি করে এমনকিছুই করেননি। নিজেকে আড়াল করে রেখেছিলেন নিষেধাজ্ঞার সময়টায়।

বছরের বেশিটা সময় সাকিবের কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। এর মাঝে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন টাইগার অলরাউন্ডার। গত মাসে এসেছিলেন দেশে। বিকেএসপিতে করেছেন ব্যক্তিগত অনুশীলন ক্যাম্প। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হলে ফিরে যান যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে।

নভেম্বরের শুরুর দিকে সাকিব ফিরবেন দেশে। প্রস্তুতি নেবেন মাঠে নামার। তাকে ফের দেখা যাবে ব্যাট-বল হাতে ২২ গজ রাঙাতে। সেই ছবিটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন সবাই, সাকিবও নিশ্চয় মুখিয়ে আছেন হোম অব ক্রিকেটে ফিরতে!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড