• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামছে ইউরোপ জায়ান্টরা

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ১৪:৫২
রিয়াল মাদ্রিদ
ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে রিয়ালের ফুটবলাররা (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের মত ইউরোপসেরা ক্লাবগুলো। প্রত্যেকেরই এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ।

রাত ২ টায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে অবশ্য হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে রেকর্ড ১৩ বার চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাবটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শাখতার দোনেস্কের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে যায় তারা। অবশ্য এ ম্যাচের ঠিক আগে লা লিগার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জিদানের শিষ্যরা।ফলে এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না রিয়াল মাদ্রিদ।

একই সময় লিভারপুলের মুখেমুখি হবে মিডজিল্যান্ড। ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়বে মার্শেই। এর আগে রাত ১১ টা ৫৫ মিনিটে শাখতার দোনেৎস্ক মুখোমুখি হবে ইন্টার মিলান। একই সময় লোকোমোটিভ মস্কো সঙ্গে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড