• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার কবলে জিম্বাবুয়ের ক্রিকেট

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০২০, ১৭:৫১
জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ক্রিকেট দল (ফাইল ছবি)

করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। তবে মাঠে ফেরার আগের সময়টা ভালো যাচ্ছে না তাদের। ভারতের আপত্তিতে আফ্রিকার দেশটির প্রধান কোচ লালচাঁদ রাজপুত যেতে পারেননি পাকিস্তান সফরে। এবার এলো দলের দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর।

রেজিস চাকাভা ও তিমিকান মারুমার শরীরে পাওয়া গেছে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব। এই খবরের পর বড় ধাক্কাই খেল জিম্বাবুয়ে। যদিও তারা পাকিস্তান সফরের দলে নেই। তবে ছিলেন প্রাথমিক দলে।

এই দুইজনের সঙ্গে থাকা দলের দুই সাপোর্ট স্টাফের শরীরেই মিলেছে করোনার অস্তিত্ব। তবে পাকিস্তানে আসার পর লাহোরে করোনা পরীক্ষার পর সবারই ফলাফল নেগেটিভ আসে।

আগামী মঙ্গলবার শেষ হবে সফরকারী দলের কোয়ারেন্টিনের সময়সীমা। অনুশীলনের নামার আগে করানো হবে আবারও করোনা পরীক্ষা। করোনা বিরতির পর ঘরের মাঠে পাকিস্তানের এটা প্রথম আন্তর্জাতিক সিরিজ।

সূচি অনুযায়ী সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি খেলার কথা রয়েছে সফরকারীদের। আসন্ন ৩০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ নভেম্বর। টি-টুয়েন্টি সিরিজের ভেন্যু লাহোর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৮ ও ১০ নভেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড