• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০২০, ১৭:৩৮
আর্জেন্টিনা ও ব্রাজিল
আর্জেন্টিনা ও ব্রাজিল (ছবি : সংগৃহীত)

বিশ্ব ফুটবলের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে অবস্থান পরিবর্তন হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছেন আর্জেন্টিনা। আর তাতেই র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে দলটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, চলতি মাসে ইকুয়েডর ও বলিভিয়াকে হারানো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান অষ্টম। দলটির রেটিং পয়েন্ট ১৬৩৬।

এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই জয় তুলে নিয়েছে ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলও। তবে তাদের র‍্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে তারা। নেইমারদের রেটিং পয়েন্ট ১৭২৫।

অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তাদের রেটিং পয়েন্ট ১৭৬৫। বেলজিয়ামের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। চতুর্থস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৬৬৯। আট পয়েন্ট কম নিয়ে পর্তুগাল আছে পঞ্চম স্থানে।

শীর্ষ দশ দলের মধ্যে এক ধাপ উন্নতি হয়েছে স্পেনেরও। রামোসরা ষষ্ঠ স্থানে উঠে এসেছে ১৬৩৯ পয়েন্ট নিয়ে। আর্জেন্টিনা ও স্পেনের উন্নতিতে এক ধাপ অবনমন হয়েছে ক্রোয়েশিয়া (নবম) ও উরুগুয়ের (সপ্তম)। করোনা সংকটের কারণে কোনো ম্যাচ না খেলায় আগের মতোই ২১০ দেশের মধ্যে ১৮৭তম স্থানে আছে বাংলাদেশ, পয়েন্ট ৯১৪।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড