• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ইংলিশরা

  ক্রীড়া ডেস্ক

২২ অক্টোবর ২০২০, ১৫:২০
ইংল্যান্ড ক্রিকেট দল
ইংল্যান্ড ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

করোনায় দীর্ঘদিন মাঠের খেলা স্থগিত থাকার পর সবার আগে ক্রিকেটে ফেরে ইংল্যান্ড। ইতোমধ্যেই তারা নিজেদের দেশে তিনটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। এবার দেশের বাইরে খেলতে যাবে তারা। নভেম্বরে প্রোটিয়া সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।

ইংলিশদের দক্ষিণ আফ্রিকা সফর ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। সফরে ৩টি টি-টুয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলতে আগামী ১৬ নভেম্বর লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে উড়ে যাবে মরগানের দল।

কোভিড-১৯ মহামারীর কারণে বায়ো-সুরক্ষা বিধিমালা মেনে দক্ষিণ আফ্রিকার দুই ভেন্যুতে (পার্ল ও কেপটাউন) হবে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ। দর্শকশূন্য স্টেডিয়ামে হবে সিরিজের সবগুলো ম্যাচ। দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেট ফিরেছে এরমধ্যে। নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটও ফেরাবে দেশটি।

ইংল্যান্ডকে সফরের অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আসন্ন সিরিজ ইস্যুতে বায়োসিকিউরিটি এবং ভ্রমণ পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে।

কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এটিই ইংল্যান্ড ক্রিকেট দলের প্রথম কোনো আন্তর্জাতিক সফর। মরগানের স্কোয়াড আগামী ১৬ নভেম্বর চার্টার্ড ফ্লাইটে লন্ডন ছাড়বে। আসন্ন এই সফরে ইংল্যান্ড দলের অবস্থান কেপটাউন শহর ভিত্তিক হবে।

টি-টোয়েন্টি সিরিজের আগে ইংল্যান্ড দল ওয়েস্টার্ন প্রদেশ ক্রিকেট ক্লাবে অনুশীলন করবে। সিরিজ শুরুর আগে ইংল্যান্ড তিনটি আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবে। যেখানে থাকবে দুটি টি-টুয়েন্টি এবং একটি ৫০ ওভারের ম্যাচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড