• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে তামিমের দল, দেখুন সরাসরি

  ক্রীড়া ডেস্ক

২১ অক্টোবর ২০২০, ১৪:৫৮
তামিম ও শান্ত
তামিম ও শান্ত (ছবি : সংগৃহীত)

বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে তামিমের দল। সবার আগে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে নাজমুল একাদশ। অন্যদিকে তিন ম্যাচে এক জয় পাওয়া তামিম একাদশের জন্য এ ম্যাচ বাঁচা-মরার লড়াই। জিতলে টিকে থাকবে টুর্নামেন্টে আর হারলেই বাদ পড়তে হবে তাদের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ম্যাচটি লাইভ স্ট্রিম করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে এখন পর্যন্ত স্বস্তিতে আছে নাজমুল একাদশ। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে নাজমুল হোসেন শান্তর দল। চার ম্যাচ খেলে দুটিতে জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। তাদের পয়েন্টও চার। সবচেয়ে খারাপ অবস্থায় আছে তামিম একাদশ। তিন ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তাঁদের অবস্থান।

তাই আজ নাজমুলদের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে তামিমদের। জিতলেও মেলাতে হবে সমীকরণ। অর্থাৎ বড় ব্যবধানে না জিতলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে যাবে তামিমদের।

অবশ্য দুই দলের প্রথম দেখায় জিতেছিল তামিম একাদশ। সেদিন আগে ব্যাট করে মেহেদি হাসানের ৮২ রানের অসাধারণ ইনিংসে ২২১ রানের সংগ্রহ পায় তামিম একাদশ। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরেও ৪২ রানে হেরে যায় নাজমুল একাদশ। আজ আরো একবার নাজমুলদের বড় ব্যবধানে হারানোর অপেক্ষায় তামিমরা।

আগামী ২৩ অক্টোবর হবে টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। এ ছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারা বিবরণী পাওয়া যাচ্ছে।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, নাসুম আহমেদ, আবু জায়েদ রাহি ও রিশাদ হোসেন।

তামিম একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, আকবর আলি, সৈয়দ খালেদ আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড