• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপ খেলতে ভারতের ভিসা চাইল পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০২০, ১৯:৩৪
ভারত পাকিস্তান
ফাইল ছবি

চলতি বছর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপের এ আসর স্থগিত হয়েছে। স্থগিত হওয়া আসরটি অনুষ্ঠিত হবে ২০২২ সালে। তবে সূচি অনুযায়ী ২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। আর এ আসর আয়োজন করবে ভারত। ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের এ আসরটির জন্য আইসিসিকে জানুয়ারির মধ্যে পাকিস্তান ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভিসার বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলতি এফটিপিতে কোন দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেছেন। এমনকি ২০২৩ আইসিসির এফটিপিতেও দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি।

ভিসা নিয়ে পিসিবির সিইও সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘এটা আইসিসির বিষয়। আমরা আমাদের চিন্তার বিষয় নিয়ে তাদের সঙ্গে আলাপ করেছি। বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার কিছু নিয়ম আছে। যেমন অংশগ্রহণকারী দলগুলোকে স্বাগতিকরা ভিসা দেবে, থাকা-খাওয়া ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। পাকিস্তান ওই দলগুলোরই একটি। ভারতকে তাই আমাদের ক্রিকেটারদের ভিসা দিতেই হবে।’

ওয়াসিম খান আরও জানিয়েছেন, ভিসা বিষয়ে তারা আইসিসির থেকে নিশ্চয়তা চেয়েছেন। সময় বেধে দিয়েছেন ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত। তাদের চাওয়া অনুযায়ী, আইসিসি বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলাপ শুরু করেছে। পাকিস্তানের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা তাই ভারতে যেতে পারবেন কিনা সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা পিসিবির।

ভারত-পাকিস্তানের কূটনৈতিক ঝামেলা চরমে। দুই দেশের তাই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। এমনকি বৈশ্বিক আসরে অংশ নেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। গত বছর ভারতে অনুষ্ঠিত শ্যুটিং বিশ্বকাপের জন্য পাকিস্তানের শ্যুটারদের ভিসা দেওয়া হয়নি। শেষ সময়ে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়েও ভারত সরকার একই ‘খেলা খেলতে পারে’ বলে শঙ্কা পিসিবির। তারা তাই জানুয়ারির মধ্যেই ভিসা ঝামেলার সমাধান চান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড