• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোলিং করার ছাড়পত্র পেলেন নারাইন

  ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০২০, ২০:০৭
সুনীল নারাইন
সুনীল নারাইন (ছবি : সংগৃহীত)

সুসংবাদ পেলেন কলকাতা নাইট রাইডার্সের বোলার সুনীল নারাইন। নিজের খেলা সর্বশেষ ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল নারাইনের বোলিং। তবে অবশেষে বোলিং করার ছাড়পত্র পেলেন তিনি। আইপিএলের বোলিং অ্যাকশন কমিটি থেকে ছাড়পত্র পেয়েছেন এ বোলার। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ফলে বোলিং করতে আর কোনো বাধা নেই তার।

এবারের আইপিএলের ২৪তম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিপক্ষে ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়ে রিপোর্ট করেন দুই অন-ফিল্ড আম্পায়ার উলহাস গান্ধী ও ক্রিস গ্যাফানে। পরে নারাইনকে সর্তক করা হয়। তবে তার খেলা নিয়ে কোন নিষেধাজ্ঞা ছিলো না। কিন্তু নারাইনের উপর কড়া নজর রাখার সর্তক বার্তা দেয়া হয়েছিলো।

আবারও তার বিরুদ্ধে রিপোর্ট হলে, এই টুর্নামেন্টে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি ছিল নারাইনের। তাই সর্বশেষ নারাইনকে মাঠে নামায়নি কেকেআর।

২০১৫ সালের নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে নারাইনের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছিলো। আর ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগেও নারাইনের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড