• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাহাদীর ঝড়ে মান বাঁচল তামিমের

  ক্রীড়া ডেস্ক

১৫ অক্টোবর ২০২০, ১৮:৩৭
বিসিবি
দুই দলের অধিনায়ক তামিম ও শান্ত (ফাইল ছবি)

১২৫ রানেই নেই ৮ উইকেট। সেখান থেকে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২২০ রানের সংগ্রহ পেয়েছে তামিম একাদশ। নবম উইকেটে শেখ মাহাদী হাসানের ঝড়ো ব্যাটিংয়ে এমন সম্মানজনক স্কোর পেয়েছে তামিমের দল। মাহাদীকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম। ৫৭ বলে ৮২ রান করে আউট হন মাহাদী। অন্যদিকে ৪৩ বলে ২০ রান নিয়ে অপরাজিত থাকেন তাইজুল।

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে তামিমে দল। অবশ্য ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানরা। ১৪ রানেই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় তার দল। এরপর ৬৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে তামিমের দল। অধিনায়ক তামিম আউট হয়েছেন ৩৩ রান সংগ্রহ করে।

এরপর মোসাদ্দেক হোসেনকেও ১২ রানে ফেরান রিশাদ হোসেন। এই ম্যাচের দলে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীও ধৈর্য হারান আল-আমীনের ওভারে। মাত্র ৫ রানে বিদায় নেন তিনি।

অল-রাউন্ডার সাইফউদ্দিন নিজেকে থিতু করতে গিয়েই কাঁটা পড়েন আল-আমীনের বলে। তবে নয় নম্বরে ব্যাট করতে নেমে শেখ মেহেদী হাসান ওয়ানডে মেজাজেই ব্যাট করেন। তাকে সঙ্গ দেন তাইজুল ইসলাম।

দুজনের ব্যাটিংটা যখন জমে ওঠে ঠিক তখনই শের ই বাংলা স্টেডিয়ামে নামে বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর পূনরায় ব্যাট করতে নেমে খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড় করান তামিম একাদশকে। মাহাদী তুলে নেন ৪৪ বলে অর্ধশতক। শেষ পর্যন্ত তার ৫৬ বলে ৮২ রানের কল্যাণে ২২১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নাজমুল একাদশকে। মাহাদীর ইনিংসে ছিল ৯টি চার আর ৩টি ছয়।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান ও রিশাদ হোসেন।

তামিম একাদশ: তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দীপু, সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, আকবর আলি ও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড