• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএল শেষ ইশান্তের

  ক্রীড়া ডেস্ক

১৩ অক্টোবর ২০২০, ১৫:১৭
ইশান্ত শর্মা
ইশান্ত শর্মা (ছবি : সংগৃহীত)

মাঝপথেই আইপিএল থেকে ছিটকে গেলেন ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য ইশান্ত শর্মা। পেশির ইনজুরিতে আইপিএলের এবারের আসর শেষ দিল্লি ক্যাপিটালসের এ পেসারের।

বাহুর পেশির ইনজুরিতে পড়েছেন ইশান্ত। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের ১৩তম আসরে তিনি তাই আর খেলতে পারবেন না।

সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ‘গত ৭ অক্টোবর দুবাইয়ে অনুশীলনের সময় মাসেলে খুবই ব্যথা অনুভব করেন তিনি। পরে পরীক্ষা করে জানা যায়, তার বাহুর পেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গত মৌসুমে ইশান্ত শর্মা দলের হয়ে ১৩ ম্যাচ খেলেন। তবে চলতি মৌসুমে তিনি মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওই ম্যাচে উইকেট শূন্য ছিলেন তিনি। দিল্লি তার বিকল্প হিসেবে আভিশ খান, মোহিত শর্মা এবং হারশেল প্যাটেলদের দলে নিয়েছে।

আইপিএলের সংযুক্ত আরব আমিরাতের আসরে দারুণ ছন্দে আছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াস আইয়ারের মতো তরুণ অধিনায়কে ভর করে যৌথভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে দিল্লি। সাত ম্যাচ খেলে দিল্লি জয় পেয়েছে পাঁচটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড