• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল নিয়ে দুঃসংবাদ দিলেন বিসিবি সভাপতি

  ক্রীড়া প্রতিবেদক

১১ অক্টোবর ২০২০, ২১:৫০
বিসিবি
ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে থমকে গেছে দেশের ক্রিকেট। আপতত জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক কোন ম্যাচ নেই। আর তাই ক্রিকেরাটের মাঠে রাখতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে শেষ হয়েছে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ। ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট।

এছাড়া নভেম্বরে হবে করপোরেট টি-টুয়েন্টি লিগ। মাঠে ক্রিকেট ফিরলেও এ বছর অনুষ্ঠিত হবে না বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। রবিবার (১১ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিন বিসিবি সভাপতি, কর্পোরেট টি-টুয়েন্টি লিগ নিয়েও কথা বলেন। নাজমুল হাসান পাপন বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। পরিস্থিতি ভালো হলে ২০২১ সালে হতে পারে।’

কর্পোরেট টি-টুয়েন্টি লিগ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘কর্পোরেট টি-টুয়েন্টি হবে ৫ দলে। বিদেশি খেলোয়াড়ের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, দেখতে হবে ওই সময়ে কারা ফ্রি আছেন। শুধু বিদেশি খেলোয়াড় আনলেও হবে না। তারা কোন মানের সেটিও দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই লিগে আমাদের আয়ের কোনো লক্ষ্য নেই। আমাদের লক্ষ্য ক্রিকেট মাঠে ফেরানো। আমরাই দল ঠিক করে দেব। তা না হলে দেখা যাবে একটি দল অনেক শক্তিশালী হয়ে যাবে, আরেকটি দুর্বল হয়ে যাবে। আমরা ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চায়। দল গঠন করার পর যদি কেউ দল নিতে চায় নেবে, না হলে আমরা চালাব।’

মাঠে ক্রিকেট ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার শুরু হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এটি হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আগামী নভেম্বরে ৫ দলের অংশগ্রহণে হবে কর্পোরেট টি-টুয়েন্টি লিগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড